কক্সবাজারে একদিনে আ.লীগ, ছাত্রলীগসহ গ্রেপ্তার ৩২

বিভিন্ন উপজেলায় অভিযান

কক্সবাজার প্রতিনিধি | রবিবার , ২৫ মে, ২০২৫ at ৮:২১ পূর্বাহ্ণ

কক্সবাজারের বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে একদিনে আওয়ামী লীগ নেতাসহ ৩২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার দিনগত রাতে জেলার বিভিন্ন থানার পুলিশ এ অভিযান পরিচালনা করেন।

উখিয়া থানার ওসি মুহাম্মদ আরিফ হোসাইন জানিয়েছেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক জুলহাস উদ্দিন টিপু (৩২) ও জালিয়াপালং ইউনিয়ন ছাত্রলীগ নেতা মোহাম্মদ কামাল উদ্দিন চৌধুরী (২৬)

মহেশখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রতুল কুমার শীল জানান, উপজেলার হোয়ানকের বানিয়াকাটায় অভিযান চালিয়ে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি সাবেক চেয়ারম্যান ফরিদুল আলম, কালারমারছড়া থেকে আওয়ামী লীগ নেতা ডা. আহমুদুর রহমান, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান ও মাতারবাড়িতে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেতা মো. সাদ্দাম হোসেনকে গ্রেপ্তার করা হয়।

রামু থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ফরিদ জানান, থানা পুলিশের অভিযানে ১৩ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

উপজেলার ১১টি ইউনিয়নে পুলিশ একযোগে এ অভিযান চালায়। এছাড়া কঙবাজার সদর মডেল থানা, চকরিয়া, পেকুয়া, ঈদগাঁ, উখিয়া ও টেকনাফ মডেল থানার পুলিশ পৃথক অভিযান চালায়।

কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. জসীম উদ্দিন চৌধুরী বলেন, কক্সবাজারে অপারেশন ডেভিড হান্ট অভিযান জোরদার করা হয়েছে। তার আলোকে বিভিন্ন থানায় অভিযান চলমান রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধশফি তালুকদার
পরবর্তী নিবন্ধচোরাই টেক্সি বিক্রির সময় গ্রেপ্তার দুই