জ্বালানি ও সামাজিক সুবিচার ফোরামের আয়োজনে এবং চবি ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগ ও গ্রীন ভয়েসের সহযোগিতায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জীববিজ্ঞান অনুষদের কনফারেন্স রুমে গতকাল সকাল ১০টায় ‘জ্বালানি সুবিচারে বাংলাদেশ’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহইয়া আখতার। এতে আলোচক হিসেবে বক্তব্য রাখেন জ্বালানি উপদেষ্টা, ক্যাব ও ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর এম. শামসুল আলম, বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া ও চবি প্রাণিবিদ্যা বিভাগের প্রফেসর ড. মো. মনজুরুল কিবরিয়া।
চবি সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. আলাউদ্দিন মজুমদারের সভাপতিত্বে এবং চবি ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ মাহবুব মোর্শেদের সঞ্চালনায় সেমিনারে চবি জীববিজ্ঞান অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, গ্রীন ভয়েস ও হালদা রিভার ক্লাবের সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি চবি উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহইয়া আখতার বলেন, বিশ্ববিদ্যালয় হচ্ছে মুক্ত বুদ্ধিচর্চার উর্বর ক্ষেত্র, যেখানে জ্ঞানচর্চা, গবেষণা, সেমিনার, সিম্পোজিয়ামসহ বিভিন্ন একাডেমিক ও শিক্ষাসহায়ক কার্যক্রম চলমান থাকবে। উপাচার্য বলেন, শিক্ষাকে যদি সর্বোচ্চ গুরুত্ব না দেওয়া হয়, তাহলে এ জাতি পিছিয়ে পড়বে। তিনি আরও বলেন, অন্তবর্তীকালীন সরকার বেশ কিছু বিষয়ে সংস্কার কমিশন গঠন করেছে; কিন্তু জাতির অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিক্ষা নিয়ে সরকার এখনো কোনো সংস্কার কমিশন গঠন করেনি। উপাচার্য শিক্ষা সংস্কার কমিশন গঠনের জন্য সরকারের নিকট জোর দাবি জানান। প্রেস বিজ্ঞপ্তি।