রজভীয়া নুরীয়া কমিটি হাটহাজারী উপজেলার উদ্যোগে ‘যৌতুক ও মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠাই আমাদের করণীয়’ শীর্ষক সভা গতকাল শনিবার আনোয়ারুল উলুম নোমানীয়া ফাযিল মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
সভায় মেহেমানে আলা ছিলেন আন্জুমানে রজভীয়া নূরীয়া ট্রাস্টের চেয়ারম্যান আল্লামা আবুল কাশেম নূরী। অধ্যক্ষ আবুল ফরাহ মুহাম্মদ ফরিদ উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ফতেপুর দারুল মুস্তফা দাখিল মাদ্রাসার পরিচালক মুহাম্মদ নঈমুল ইসলাম পুতুল। উদ্বোধক ছিলেন হাশেমীয়া দরবারের সাজ্জাদানশীন কাযী মুহাম্মদ মুদাচ্ছির হাশেমী। প্রধান আলোচক ছিলেন গাউছিয়া মুনিরীয়া আহমদিয়া মাদ্রাসার অধ্যক্ষ শহীদুল্লাহ্ ফারুকী।
মাওলানা নাঈম রেযা কাদেরী এবং মুহাম্মদ আলমগীরের যৌথ সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন সৈয়দ মুহাম্মদ সিরাজুল আলম। বিশেষ অতিথি ছিলেন রজভীয়া নূরীয়া কমিটির কেন্দ্রীয় মহাসচিব মুহাম্মদ মাছুমুর রশিদ কাদেরী। বক্তব্য রাখেন মুহাম্মদ সাহেদুল আলম, বদিউল আলম, মুহাম্মদ জাকারিয়া, শায়ের এনামুল হক এনাম, মুহাম্মদ মিনহাজ উদ্দিন সিদ্দিকী, মুহাম্মদ আয়ুব তাহেরী, জাকির সওদাগর, জিয়া উদ্দিন বাবু, এস এম ফখরু, জাফর কামালী, মুহাম্মদ আকবর হোসেন খোকন, মুহাম্মদ আবু তালেব, মুহাম্মদ নাসির উদ্দিন রুবেল, মুহাম্মদ বদিউজ্জামান, মুহাম্মদ নাঈম এবং মুহাম্মদ আব্দুস সালাম। উপস্থিত ছিলেন মুহাম্মদ জাফর সওদাগর, মুহাম্মদ আজিজ উদ্দিন সিদ্দিকী, মুহাম্মদ ওয়াহিদুল আলম, আমিনুল ইসলাম, আবু তৈয়ব, আবরার আলভি ফাহিম, মুহাম্মদ মাসুদ, মুহাম্মদ নাজমুল, মুহাম্মদ হামিদ, মুহাম্মদ সাকিব প্রমুখ।
সভায় বক্তারা বলেন, সরকার নারী নির্যাতন, যৌতুক, মাদক, শিশু নির্যাতনসহ সামাজিক নানা অনাচারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে। এসব সামাজিক অনাচার বন্ধে জনগণকে সচেতন হতে হবে। বক্তারা যৌতুক ও মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার জন্য সকলের প্রতি আহবান জানান। প্রেস বিজ্ঞপ্তি।