ডিসেম্বরের আগেই নির্বাচন সম্ভব : আমীর খসরু

| রবিবার , ২৫ মে, ২০২৫ at ৭:৪৮ পূর্বাহ্ণ

আগামী ডিসেম্বরের আগেই নির্বাচন সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, গত ১৬ বছর ধরে বাংলাদেশের মানুষ যার জন্য অপেক্ষা করছে, তা হলো নির্বাচন। একটি গণতান্ত্রিক পরিবেশে যাওয়ার উপায় হলো নির্বাচন। আগামী ডিসেম্বরের আগেই নির্বাচন হতে পারে। এর জন্য ডিসেম্বর পর্যন্ত যেতে হবে কেন, তার আগেই হতে পারে।

গতকাল শনিবার ঢাকার নিকুঞ্জে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ) আয়োজিত ‘ক্যাপিটাল মার্কেট ইন বাংলাদেশ ডিসকোর্স : ফিলোসফি অ্যান্ড প্র্যাকটিস’ শীর্ষক অনুষ্ঠান শেষে তিনি এ মন্তব্য করেন। খবর বিডিনিউজের।

আমীর খসরু বলেন, কোথায় সংকট, আমরা দেশে কোনো সংকট দেখছি না। এগুলো কোনো আলোচনার বিষয় না। আলোচনার বিষয় হলো, বাংলাদেশে আমরা যত দ্রুত গণতন্ত্রের পথে এগিয়ে যাব এবং গণতান্ত্রিক অর্ডার ফিরে পাব। বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক সরকারসংসদ গঠন হবে, জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহিতা থাকবে; যার জন্য গত ১৬ বছর বাংলাদেশের মানুষ ত্যাগ স্বীকার করেছে; সুতরাং, এটাই হচ্ছে মুখ্য বিষয় আলোচনার বিষয়।

পূর্ববর্তী নিবন্ধকান উৎসবে বিশেষ স্বীকৃতি পেল বাংলাদেশের ‘আলী’
পরবর্তী নিবন্ধশাহ আমানত সেতুর গোলচত্বর যেন অঘোষিত বাসস্ট্যান্ড