কক্সবাজারের নাজিরারটেক উপকূলে অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারকালে ৩৪০ বস্তা সিমেন্টসহ ৫ পাচারকারিকে আটক করেছে কোস্ট গার্ড। গতকাল শনিবার দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন–অর–রশীদ এ তথ্য জানান।
আটককৃতরা হলেন, টেকনাফের মমতাজ আহমদ (৫০), চরফ্যাশনের মো. আরাফাত (৩০), পাথরঘাটার মো. ইব্রাহিম (২৬), কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের মো. শুক্কুর (৫০) ও মো. জোহার (৩৬)।
লে. কমান্ডার হারুন–অর–রশীদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত ২টার দিকে কোস্ট গার্ড স্টেশন কক্সবাজার কর্তৃক একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। নাজিরারটেক সংলগ্ন সমুদ্র এলাকায় একটি সন্দেহভাজন ইঞ্জিনচালিত কাঠের বোটকে থামার সংকেত দিলে বোটটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ঘণ্টাব্যাপী ধাওয়া শেষে বোটটি আটক করে তল্লাশি চালিয়ে শুল্ক–কর ফাঁকি দিয়ে পাচারকালে ৩৪০ বস্তা সিমেন্ট জব্দ এবং ৫ জন চোরাকারবারিকে আটক করা হয়।
আটককৃত পাচারকারি, জব্দকৃত সিমেন্ট এবং বোটের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান কোস্টগার্ডের এই কর্মকর্তা।