পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের নতুন র্যাংক নিয়ে কটাক্ষ করে কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, দেশে যেহেতু জঙ্গলের শাসন চলছে, সেহেতু ফিল্ড মার্শাল নয় তাকে ‘রাজা’ পদবী দিলেই সেটা যথাযথ হতো। ভারতের সঙ্গে সামপ্রতিক উত্তেজনা ও সংঘাতের পর মঙ্গলবার মুনিরকে পদোন্নতি দিয়ে ‘ফিল্ড মার্শাল’ র্যাংক দেওয়া হয়। খবর বিডিনিউজের। মাশাল্লাহ, জেনারেল আসিম মুনিরকে ফিল্ড মার্শাল বানানো হয়েছে। তবে সত্যি বলতে কী, এর বদলে তাকে ‘রাজা’ খেতাব দিলেই তা আরও উপযুক্ত হতো, কারণ এখন দেশ চলছে জঙ্গলের আইনে। আর জঙ্গলে, কেবল একজনই রাজা থাকে, বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে ইমরান এমনটাই লিখেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা পিটিআই। পাকিস্তান সেনাবাহিনীতে ফিল্ড মার্শালই সর্বোচ্চ র্যাংক। এর আগে একমাত্র ফিল্ড মার্শাল ছিলেন দেশটির দ্বিতীয় প্রেসিডেন্ট স্বৈরশাসক জেনারেল আইয়ুব খান। ১৯৬৫ সালের পর আসিম মুনিরই প্রথমবার দুর্লভ এই সামরিক র্যাংক পেয়েছেন।