রাখাইনে মানবিক করিডোর দেওয়া এবং চট্টগ্রাম বন্দরের ব্যবস্থাপনা বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার ‘সিদ্ধান্তের’ প্রতিবাদে গতকাল শুক্রবার বিকাল ৫টায় সিপিবি চট্টগ্রাম জেলার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সিপিবি চট্টগ্রাম জেলার সভাপতি অশোক সাহার সভাপতিত্বে ও কোতোয়ালী থানার সভাপতি প্রদীপ ভট্টাচার্য্যের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য মৃণাল চোধুরী, সম্পাদক মণ্ডলীর সদস্য উত্তম চৌধুরী, সহকারী সাধারণ সম্পাদক নুরুচ্ছাফা ভূঁইয়া, আরিফ বাচ্চু প্রমুখ।
বক্তারা বলেন, অন্তর্বর্তীকালীন সরকার তার অন্যতম প্রধান কাজ প্রয়োজনীয় সংস্কার করে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের উদ্যোগ না নিয়ে রাষ্ট্রীয় এমন অনেক সিদ্ধান্ত নিচ্ছে বা নিতে যাচ্ছে যা মোটেই গ্রহণযোগ্য নয়। নিজস্ব সক্ষমতা ও লাভজনক থাকার পরও বিদেশি কোম্পানিকে বন্দর লিজ দেওয়া এবং রাখাইনে করিডর দেওয়া দেশের স্বাধীনতা, স্বার্বভৌমত্বের পরিপন্থী। বক্তারা আরও বলেন, দীর্ঘদিন মিয়ানমারের সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধের পর রাখাইন অঞ্চলটি এখন সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির নিয়ন্ত্রণে রয়েছে। মিয়ানমারের মূল ভূখণ্ড থেকে সেখানে যোগাযোগের পথ বন্ধ রয়েছে। এই অবস্থায় রাখাইনে মানবিক সহায়তা পাঠাতে জাতিসংঘ যে উদ্যোগ নিচ্ছে তার পথ হিসেবে বাংলাদেশ যুক্ত হতে যাচ্ছে–যা দেশের নিরাপত্তা হুমকির সম্মুখীন হবে। বাংলাদেশকে সাম্রাজ্যবাদী ‘প্রক্সি ওয়ারে’র মধ্যে দেশকে জড়িয়ে ফেলা হবে। প্রেস বিজ্ঞপ্তি।