ঢাকা জিপিওকে অন্যত্র স্থানান্তরের সিদ্ধান্তের প্রতিবাদে গত বৃহস্পতিবার চট্টগ্রাম সম্মিলিত ডাক কর্মকর্তা ও কর্মচারীদের উদ্যোগে নিউ মার্কেট সংলগ্ন জিপিও চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে চট্টগ্রাম জিপিও, চট্টগ্রাম বিভাগ, বৈদেশিক ডাক, ডাক জীবন বীমা চট্টগ্রাম অঞ্চলের সর্বস্তরের ডাক কর্মকর্তা ও কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তরা বলেন, জিপিও কম্পাউন্ড একটি সরকার ঘোষিত কেপিআইভুক্ত স্থাপনা। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় কোন প্রকার সমীক্ষা ছাড়াই ঢাকা জিপিওকে অব্যবহৃত ও পরিত্যাক্ত ঘোষণা করেছে। অথচ বর্তমানে ঢাকা জিপিওতে ডাক বিভাগের ২৫টি অফিস নিয়মিত সেবা প্রদান করে আছে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় মিথ্যা ও ভিত্তিহীন তথ্য উপস্থাপন করে ঢাকার জিরো পয়েন্টে অবস্থিত জিপিওকে অন্যত্র সরিয়ে সচিবালয়ের এক্সটেনশন হিসেবে অন্তর্ভুক্ত করার প্রস্তাব দিয়েছে। ডাক কর্মচারীরা এই সিদ্ধান্ত মেনে নিবে না। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের একতরফা প্রস্তাব বাতিলের জোর দাবি জানান। অন্যথায় ঢাকা জিপিও রক্ষায় সারাদেশের ডাক কর্মচারীরা বৃহত্তর কর্মসূচি ঘোষণা দিতে বাধ্য হবে। ঢাকা জিপিও সুরক্ষায় চট্টগ্রাম বিভাগের আহবায়ক এস এম শহীদ ইকবালের সভাপতিত্বে ও কর্মচারী প্রতিনিধি নজরুল ইসলামের পরিচালনায় মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন চট্টগ্রাম জিপিওর সিনিয়র পোস্ট মাস্টার মুহাম্মদ আবদুল্লাহ, ডেপুটি পোস্ট মাস্টার জেনারেল শরীফ মো. সাইফুল্লাহ, সহকারী পোস্ট মাস্টার জেনারেল মো. শাহজাহান (ট্রেজারী), আবদুর রহমান (বৈদেশিক ডাক), ডি আর এম মনজুর হোসেন (পিএলআই), পোস্ট মাস্টার পটিয়া তাজুল ইসলাম, চট্টগ্রাম জিপিওর ডিপিএম আলম করিম, সুপার চট্টগ্রাম বিভাগ রাজিব চৌধুরী, চট্টগ্রাম জিপিওর আইপি ও জিয়াউল হক চৌধুরী, সহকারী পোস্ট মাস্টার মনিরুল আলম মোল্লা, সাইফুল ইসলাম, জাকির হোসেন, আনোয়ার হোসেন, নাছরিন আকতার, বদিউল আলম, শেখ আমিনুর রহমান, স্টোনো টু ডিপিএমজি সাইফুল আলম, সুপারভাইজার পিএলআই বাসু দেব চন্দ্র দে, কর্মচারী প্রতিনিধি মোজাম্মেল হক, হান্নান শাহ, মো. আলমগীর, শাহাদাত হোসেন, পারভেজ আলম, ইমাম উদ্দিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।