আজকের শিশুরা আগামী দিনে আলোকিত দেশ গড়বে

আন্দরকিল্লায় অভিভাবক সমাবেশে বক্তারা

| শনিবার , ২৪ মে, ২০২৫ at ৭:০৮ পূর্বাহ্ণ

নগরীর আন্দরকিল্লাস্থ গীতাধ্বনি সনাতন বিদ্যামন্দিরে অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান গতকাল শুক্রবার বাগীশিক কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বাগীশিক কেন্দ্রীয় সংসদের দাতা সদস্য সমাজসেবক বাসুদেব চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাউজান শ্রীশ্রী অন্নদাঠাকুর আদ্যাপীঠের ট্রাস্টি সমাজসেবক কাঞ্চন তালুকদার। বিশেষ অতিথি ছিলেন কেলিশহর আর্বান কোঅপারেটিভ সোসাইটির চেয়ারম্যান আশীষ দে মণি, বিটিভি’র উপস্থাপক ও কণ্ঠশিল্পী ভূমিকা মহাজন, গৈড়লা উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি লায়ন বাবুল কান্তি লালা, ফটিকছড়ি উপজেলার সমাজকল্যাণ কর্মকর্তা রাজীব আচার্য্য, প্রকৌশলী রুবেল দাশ, সমাজকর্মী শিখা মুহুরী। স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের পরিচালক ও বাগীশিক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক প্রভাষক পলাশ কান্তি নাথ রণী। শুরুতে গীতা থেকে পাঠ করেন আশাবরী ভৌমিক। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন গীতা প্রশিক্ষক কণিকা চৌধুরী, শর্মি দে, প্রমি ভূঁইয়া পূজা, চুমকি চৌধুরী, আরাধ্যা দে, পাঁপড়ি রুদ্র, মৃত্তিকা দেওয়ানজী। অনুষ্ঠানে বক্তারা বলেন, আজকের শিশুরা আগামী দিনে আলোকিত দেশ গড়বে। তাদের গড়ে তুলতে অভিভাবক মহলকে শিশুদের বন্ধু হয়ে ভূমিকা রাখতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে কৃষকদের নিয়ে পিএফএস কংগ্রেস অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম জিপিওতে ডাক কর্মচারীদের মানববন্ধন