সাতকানিয়া উপজেলার এওচিয়া গ্রামের মুহুরী বাড়িতে ধর্মসভা ও অষ্টপ্রহরব্যাপী মহোৎসব তিনদিনব্যাপী বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানমালার মধ্যদিয়ে গত ১৯ মে সম্পন্ন হয়েছে। প্রয়াত ডা. বিদেশ রঞ্জন দাশের ৯ম প্রয়াণ দিবস স্মরণে এই উৎসবের আয়োজন করা হয়। বিশিষ্ট সংগঠক লায়ন দেবাশীষ দাশের (নয়ন) সার্বিক তত্ত্বাবধানে এওচিয়া গ্রামের মুহুরী বাড়ি প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানমালার মধ্যে ছিল–সববেত গীতাপাঠ, প্রয়াত ডা. বিদেশ রঞ্জন দাশের প্রতি শ্রদ্ধা নিবেদন, মহানামযজ্ঞের অধিবাস, ঠাকুরের পূজা ও ভোগরাগ, অষ্টপ্রহরব্যাপী মহানাম সংকীর্ত্তন, মহাপ্রসাদ আস্বাদন। শ্রীল অদ্বৈত দাস বাবাজীর পৌরহিত্যে অধিবাস কীর্তন পরিবেশন করেন স্বরূপ দাস বাবাজী। মহানামযজ্ঞ চলাকালে ভক্তবৃন্দের সাথে কুশল বিনিময় করেন প্রয়াতের পুত্র লায়ন দেবাশীষ দাশ। এসময় উপস্থিত ছিলেন বাগীশিপ কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক শিপুল দে, সাধারণ সম্পাদক লায়ন রিমন মুহুরী, সাতকানিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক রাজীব কুমার ধর, সাবেক আহবায়ক আশুতোষ চক্রবর্ত্তী, যুগ্ম আহবায়ক সৈকত পালিত রাসেল, তৃষা আচার্য্য, প্রজ্ঞা দাশ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।