বাঁশখালীতে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের এসওডির আলোকে দুর্যোগ ব্যবস্থাপনায় জরুরি পদ্ধতি শক্তিশালী করণের লক্ষ্যে দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ঢাকা ও বাঁশখালী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অফিসার্স ক্লাব হলরুমে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায প্রশিক্ষক ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কমিউনিকেশন মিডিয়া স্পেশালিস্ট সৈয়দ আশরাফ উল ইসলাম। উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারি কমিশনার (ভূমি) মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ নাহীদ আহমেদ জাকিরের সঞ্চালনায় কর্মশালায় উপজেলার সরকারি প্রতিটি দপ্তরের কর্মকর্তাগন, পৌরসভা ও প্রতিটি ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান, উন্নয়ন সংস্থা ইপসা সহ বিভিন্ন এনজিও সংস্থার প্রতিনিধিরা এতে অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে দুর্যোগ কালীন সময়ে প্রতিটি দপ্তরের দায়িত্ব কর্তব্য এবং কর্ম নিয়ে আলোচনা করা হয়। স্ব স্ব দপ্তরের প্রতিনিধিদের সততার সাথে দায়িত্ব পালনের মাধ্যমে যে কোন দুর্যোগ মোবাবেলা সম্ভব বলে কর্মশালায় উল্লেখ করা হয়।