চবি সাংবাদিক সমিতির সভাপতি জানে আলম, সম্পাদক মাহফুজ শুভ্র

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২৩ মে, ২০২৫ at ৭:৫১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (চবিসাস) কার্যনির্বাহী পরিষদ২০২৫ এর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি মো. জানে আলম এবং সাধারণ সম্পাদক পদে একাত্তর টিভির প্রতিনিধি মাহফুজ শুভ্র নির্বাচিত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর ভোট গণনা শেষে দুপুর দুইটার দিকে ফলাফর ঘোষণা করা হয়। এবার কার্যনির্বাহী পরিষদের ৮ পদের বিপরীতে নির্বাচনে অংশ নিয়েছেন ১৫ জন প্রার্থী।

যুগ্মসাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সিভয়েসের চবি প্রতিনিধি রেফায়েত উল্যাহ রুপক। বাকি সাত পদে নির্বাচন শেষে ভোট গণনার পর ফলাফল ঘোষণা করে প্রধান নির্বাচন কমিশনার চবি প্রক্টর প্রফেসর ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ।

কমিটির অন্য পদগুলোতে নির্বাচিত হয়েছেন, সহসভাপতি পদে দৈনিক মানবজমিনের প্রতিনিধি মো. সুমন বাইজিদ, দপ্তর ও প্রচার সম্পাদক পদে দ্য ডেইলি সানের সোহেল রানা, অর্থ ও প্রকাশনা সম্পাদক পদে দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি মুহাম্মদ মুনতাজ আলী, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক পদে দৈনিক কালবেলার মো. জাহিদুল হক এবং নির্বাহী সদস্য পদে দৈনিক আমার দেশের প্রতিনিধি মো. আতিকুর রহমান নির্বাচিত হয়েছেন।

প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন চবি প্রক্টর প্রফেসর ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ। এছাড়া নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন সহকারী প্রক্টর মো. নুরুল হামিদ ও সাঈদ বিন কামাল চৌধুরী। নির্বাচন পর্যবেক্ষক ছিলেন চবিসাসের সাবেক সভাপতি সৈয়দ বাইজিদ ইমন।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে অনুরূপা ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ১৫ জন শিক্ষার্থী
পরবর্তী নিবন্ধশাহ এমদাদীয়া রাঙ্গামাটি ইউনিটের রক্তদান কর্মসূচি