আনোয়ারায় যুবকের আত্মহত্যা

আনোয়ারা প্রতিনিধি | শুক্রবার , ২৩ মে, ২০২৫ at ৭:৪৭ পূর্বাহ্ণ

আনোয়ারায় গলায় ফাঁস দিয়ে আব্দুর শুক্কুর (২৩) নামের এক যুবক আত্মহত্যা করেছে। গতকাল বৃহস্পতিবার বিকাল ৪টায় উপজেলার জুঁইদন্ডী ইউনিয়নের ৬নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত শুক্কুর স্থানীয় রাজা মিয়ার ছেলে।

নিহতের বড় ভাই ইয়াকুব জানায়, তার ভাই আবদু শুক্কুর জুঁইদন্ডী চৌমুহনী বাজারে একটি মোবাইল সার্ভিসিংয়ের দোকান করতেন। দুপুরে দোকান থেকে এসে ভাত খেয়ে নিজ রুমে ঘুমাতে যায়। এসময় পরিবারের সদস্যদের অজান্তে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। পরে আমার স্ত্রী তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার দেয় এবং আশপাশের লোকজন ছুটে আসে। অচেতন অবস্থায় তাকে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে কী কারণে সে আত্মহত্যা করেছেন এর প্রকৃত ঘটনা জানা যায়নি বলেও জানায় তিনি। আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত ডা. পারমিতা দেবী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

পূর্ববর্তী নিবন্ধবছরের সর্বনিম্ন লেনদেন পুঁজিবাজারে
পরবর্তী নিবন্ধদুই মামলায় ৬ দিনের রিমান্ডে মমতাজ, আদালত চত্বরে ডিম নিক্ষেপ