চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল বৃহস্পতিবার লেনদেন হয়েছ ৭.৯৮ কোটি টাকা। ১,৩৭৬ টি লেনদেনের মাধ্যমে মোট ১৯.১০ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ১৪.৫৯ পয়েন্ট কমেছে, যা হলো ১৩,৩৮৫.৪৩ পয়েন্টে এবং সিএসই–৫০ মূল্যসূচক ৪.৭৪ পয়েন্ট কমেছে, যা হলো ১,০৩৭.৬৭ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স–এর মূল্যসূচক ২.৪০ পয়েন্ট কমেছে, যা হলো ৮৬১.৭৭ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স এর মূল্যসূচক গতকাল অপরিবর্তিত ছিল, যা হলো ১,৯৬৬.৮১ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৬৭৭,১৮৯.৭৮ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৬৯,৯১৭.৪৩ কোটি টাকা। সিএসইতে ৬৩৯ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৯০ টির, এর মধ্যে দাম বেড়েছে ৭৯ টির, দাম কমেছে ৭৭ টির আর অপরিবর্তিত রয়েছে ৩৪ টির।