রাজধানীর বনানীতে সংগীত শিল্পী বাপ্পা মজুমদারের বাসার নিচের ফ্ল্যাটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকালে আগুন লাগার পর ফায়ার সার্ভিস দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়ার কথা জানিয়েছেন বাপ্পা মজুমদার। খবর বাংলানিউজের। আগুনের ঘটনায় পরিবারসুদ্ধ আতঙ্কিত হয়ে পড়া কথা তুলে ধরে তিনি বলেন, কী করব বুঝতে পারছিলাম না। আগুনের আঁচ এসে মুখে লাগছিল। ছড়িয়ে গেলে কী হত কল্পনা করা যাচ্ছে না। ঘটনাটা খুব ভয়ঙ্কর ছিল। স্ত্রী তানিয়া হোসাইন ও দুই মেয়েকে নিয়ে বনানীর বাসায় থাকছেন গায়ক।
সকালে তার ফ্ল্যাটের নিচের ফ্ল্যাটের একটি ইউনিটে আগুন লাগে। ফায়ার সার্ভিস দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনায় বড় ক্ষয়ক্ষতি হয়নি। পরিবারের সদস্যদের নিয়ে নিরাপদে আছেন তিনি। গ্লিটজকে বাপ্পা মজুমদার বলেন, সৃষ্টিকর্তা আমাদের বড় বিপদ থেকে রক্ষা করেছেন। সবাই আতঙ্কে আছে, একটা ট্রমার মধ্যে আছি। গানের ভুবনে তিন দশকেরও বেশি সময় ধরে সক্রিয় বাপ্পা মজুমদার। একের পর এক একক গান ও দলছুট ব্যান্ড নিয়ে কাজ করে যাচ্ছেন। গত বছরের এপ্রিলে প্রকাশ্যে আসে দলছুট ব্যান্ডের সঞ্জীব অ্যালবাম। গানের এ ব্যান্ড যার হাত ধরে গড়ে ওঠা, সেই প্রয়াত শিল্পী সঞ্জীব চৌধুরীকে উৎসর্গ করে অ্যালবামের নাম রাখা হয়েছে। ‘তুমি যাও’, ‘প্রবঞ্চনা’, ‘গানের শুরুটা’, ‘তুমি আছো নাকি’, ‘মন কারিগর’, ‘শূন্য লাগে’, ‘দুটো মানুষ’, ‘মন দাবাড়ু’, ‘তার ছায়ায়’, ‘মেঘ জমেছে’ ও ‘সঞ্জীব চৌধুরী’ শিরোনামের গানগুলো রয়েছে ‘সঞ্জীব’ অ্যালবামে।