চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরামের আয়োজনে গত ১৬ মে শুরু হয়েছে ৯ দিনব্যাপী নাট্য উৎসব ‘নাট্যসম্ভার ২০২৫’। ‘একসাথে বাঁচি, একসাথে বলি–মঞ্চ আমাদের শক্তি’–এমন প্রত্যয় নিয়ে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির মূল মিলনায়তনে প্রতিদিন সন্ধ্যা ৭টায় নাটক মঞ্চস্থ হচ্ছে। নাট্য সম্ভারের ৭ম দিনে থিয়েটার ওয়ার্কশপ চট্টগ্রাম পরিবেশন করবে অমল রায় রচিত ও তাপস শেখর নির্দেশিত নাটক ‘ইজ্জত’।
আজ শুক্রবার নাট্য সম্ভারের ৮ম দিনে নাট্যাধার পরিবেশন করবে আহমদ কবীর রচিত ও মোস্তফা কামাল যাত্রা নির্দেশিত নাটক ‘পণ্ডিত বিহার বিশ্ববিদ্যালয়’। নতুন দর্শক সৃষ্টি, নিয়মিত নাট্যচর্চার অংশ হিসেবে চট্টগ্রাম গ্রুপথিয়েটার ফোরামের উদ্যোগে এই আয়োজন। নাট্য–অনুরাগী দর্শকদের প্রতিদিনের নাটক দেখার আমন্ত্রণ। নাটকের টিকেট প্রদর্শনীর পূর্বে মিলনায়তন কাউন্টারে পাওয়া যাবে। প্রেস বিজ্ঞপ্তি।