চিটাগাং ইন্টারন্যাশনাল স্কুলের ‘স্পেল এন্ড ভোকাব বী ও ইনডোর গেমস–২০২৫’ সফলভাবে সম্পন্ন হয়েছে। প্রিন্সিপাল প্রফেসর মো. আবুল হাসানের সভাপতিতে ইংলিশ ক্লাব আয়োজিত এ অনুষ্ঠান পরিচালনা ও সঞ্চালনা করেন টিম লিডার আফরোজা শারমিন চৌধুরী। চারটি হাউজের (লাল, নীল, সবুজ ও হলুদ) দায়িত্বপ্রাপ্ত হাউজ লিডার সানজিদা ইসলাম, তাওশিফা ইবনাত, শারমিন আক্তার ও কায়েদে আজম মো. আলী জিন্নাহ এই গেমস সম্পন্ন করেন। ইনডোর গেমসের টিম লিডার মো. মিজানুর রহমান এই গেমস পরিচালনা করেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিআইএস এর সেক্রেটারী প্রফেসর ড. গিয়াস উদ্দিন হাফিজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জয়েন্ট সেক্রেটারী ও একাডেমিক এডভাইজার ড. আবুল আলা মুহাম্মদ হোছামুদ্দিন ও ফিন্যান্স ডিরেক্টর মোহাম্মদ শহীদ উল্যাহ সেলিম প্রমুখ।