হারের পর দর্শকদের সঙ্গে তর্কে জড়ান শামীম

| শুক্রবার , ২৩ মে, ২০২৫ at ৭:২৬ পূর্বাহ্ণ

আইসিসির সহযোগী এই সদস্য সংযুক্ত আরব আমিরাতের কাছে সিরিজ হারে বেশ হতাশ ছিলেন গ্যালারিতে থাকা বাংলাদেশি দর্শকরা। ম্যাচ শেষে বেশ কয়েকজন সমর্থক গ্যালারি থেকে ক্রিকেটারদের উদ্দেশ্য করে নানা স্লোগান দেন। দর্শকদের এমন ব্যবহারে এক পর্যায়ে মেজাজ হারান শামীম পাটোয়ারী। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, খেলোয়াড়েরা যখন মাঠ ছেড়ে ড্রেসিংরুমে ফিরছিলেন, তখন এক দর্শক বাজে ভাষা ব্যবহার করেন। অন্য ক্রিকেটাররা মাথা নিচু করে চলে গেলেও জবাব দেন শামীম। তিনি গ্যালারির দিকে ইঙ্গিত করে সেই দর্শককে নিচে নামার আহ্বান জানান। শামীমের এমন প্রতিক্রিয়ায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। গ্যালারির অনেক দর্শক একসঙ্গে ‘ভুয়া ভুয়া’ বলে স্লোগান দিতে থাকেন। ঠিক তখনই তানজিম হাসান সাকিব এসে শামীমকে ড্রেসিংরুমের দিকে নিয়ে যান।

পূর্ববর্তী নিবন্ধপরিচ্ছন্ন চট্টগ্রাম গড়তে শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে : মেয়র
পরবর্তী নিবন্ধদ্বিতীয় দিন শেষে নিউজিল্যান্ড ‘এ’ দল ২৫৩ রানে পিছিয়ে