মুসলিম এডুকেশন সোসাইটিকে ফ্যাসিবাদের দোসরদের হাত থেকে রক্ষা করার আহ্বান

বিভাগীয় কমিশনারকে স্মারকলিপি প্রদান

| শুক্রবার , ২৩ মে, ২০২৫ at ৭:২৫ পূর্বাহ্ণ

মুসলিম এডুকেশন সোসাইটিকে পলাতক ফ্যাসিবাদের দোসরদের কবল থেকে মুক্ত করতে গত ২১ মে বিভাগীয় কমিশনার ড. মো. জিয়া উদ্দিনকে স্মারকলিপি প্রদান করা হয়েছে। সোসাইটির আজীবন সদস্য, সিনিয়র সদস্য ও সাবেক কার্যকরী পরিষদ সম্পাদক প্রফেসর কাজী সাহাদাৎ হোসেনের নেতৃত্বে আজীবন সদস্যদের একটি প্রতিনিধি দল এই স্মারকলিপি প্রদান করেন।

স্মারকলিপি প্রদান ও মতবিনিময়কালে সোসাইটির আজীবন সদস্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, নাজমুল হক চৌধুরী, শাহ আলম নিপু, শরীফ এম মসিহ উদ দৌলা, অ্যাডভোকেট জিয়া হাবীব আহসান, জিয়া উদ্দিন খালেদ চৌধুরী, মোহাম্মদ শফি, আলী মনসুর, অ্যাডভোকেট এস এম ইকবাল চৌধুরী, আহমেদুল আলম চৌধুরী, রবিউল হোসেন রবি, ডা. মো. পারভেজ ইকবাল, ডা. মো. শাহ আলম, অ্যাডভোকেট মো. দেলোয়ার হোসেন, অ্যাডভোকেট মো. জায়েদ বিন রশিদ, মো. জসিম উদ্দীন সাগর, অ্যাডভোকেট মো. আব্দুল আলম, অ্যাডভোকেট মাহমুদউলআলম চৌধুরী, মুহা. আবুল বশর খান, সৈয়দ নেজার আহমদ বুলু।

আজীবন সদস্যদের পক্ষ থেকে আহবান জানানো হয় যেন প্রশাসন মুসলিম এডুকেশন সোসাইটির ব্যাপারে জরুরি ভিত্তিতে পদক্ষেপ গ্রহণ করে। সামপ্রতিক সময়ে সংস্থাটির সদস্যদের পক্ষ থেকে দাবি উঠেছে প্রশাসন যেন এডহক কমিটি গঠন করে সোসাইটিকে পুনরুদ্ধার করে এর মর্যাদা ও গতিশীলতা ফিরিয়ে দেয়। নিয়মতান্ত্রিক পন্থায় আজীবন সদস্যদের হাতেই সোসাইটির পরিচালনার দায়িত্ব ফিরিয়ে দেয়া হোক। আজীবন সদস্যদের পক্ষ থেকে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসনের নিকট সোসাইটির আজীবন সদস্যরা এ ব্যাপারে দাবি জানান। বিভাগীয় কমিশনার বিষয়টি গুরুত্বের সাথে শুনেন এবং এই ব্যাপারে অচিরেই প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদায়বদ্ধতার কাজেই সমাজ ও রাষ্ট্র উপকৃত হয়
পরবর্তী নিবন্ধপরিচ্ছন্ন চট্টগ্রাম গড়তে শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে : মেয়র