যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে ম্যাপ ইনস সিবিআর প্রকল্পের অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে সহকারি কমিশনার (ভূমি) মো. জসীম উদ্দিন বলেছেন, যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থা সামগ্রীক কাজ প্রশংসার দাবিদার। ম্যাপ ইনস সিবিআর প্রকল্পের এ অবহিতকরণ সভায় ৫ বছরের প্রকল্প সফল হবে বলে আশা করছি। সরকারের অঙ্গ প্রতিষ্ঠান সমূহের সাথে দায়বদ্ধতার সাথে কাজ করলে যার যার অবস্থান থেকে আমরা একটা আলোকিত সমাজ রাষ্ট্র বিনির্মাণ করতে পারি।
তিনি গতকাল বাঁশখালীতে উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে সিডিডির সার্বিক সহযোগিতায় লিলিয়ান ফণ্ডসের অর্থায়নে যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থা (জেএসইউএস) এর আয়োজেন The Meaningful Participation and Inclusion and youth with Disabilities in all Domain of CBR; শীর্ষক প্রকল্প অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত মন্তব্য করেন।জেএসইউএস নির্বাহী পরিচালক ইয়াসমীন পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থার দীর্ঘ কার্যক্রম সম্পর্কে স্বাগত বক্তব্য রাখেন সংস্থার ব্যবস্থাপনা উপদেষ্টা ও পরিচালক মুহাম্মদ সাঈদুল আলম। প্রকল্প সম্পর্কে ধারণা প্রদান, কর্মকৌশল ও পদ্ধতি উপস্থাপন করেন সংস্থার সহকারী পরিচালক ( এসডিপি) মো. আরিফুল ইসলাম।
মুক্ত আলোচনায় প্রশ্নোত্তর ও পরামর্শমূলক বক্তব্য রাখেন সমাজসেবা অফিসার মিজানুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. শওকতুজ্জামান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কুহেলিকা সরকার, পৌর নির্বাহী কর্মকর্তা তৌহিদুল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হালদার, উপজেলা রিসোর্স ইন্সট্রাক্টর মোহাম্মদ সেলিম উদ্দিন, এমও এম সি এইচ এফ ডা. শামীম আক্তার, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আবু বকর মোহাম্মদ সিদ্দিক, শিশু বিশেষজ্ঞ ডা. মনির উল্যাহ,খানখানাবাদ ইউপি প্রশাসনিক কর্মকর্তা মো. জামাল মিয়া শিকদার প্রমুখ। উল্লেখ্য,বাঁশখালী উপজেলা প্রশাসনের বিভিন্ন প্রশাসনিক সার্বিক সহায়তা প্রত্যাশা করে ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর ২০২৯ অবধি ৫ বছর মেয়াদী এই প্রকল্পের আওতায় পুকুরিয়া, সাধনপুর, বাহারছড়া, খানখানাবাদ কালিপুর ইউনিয়নে কার্যক্রম পরিচালিত হবে। জরিপে প্রাপ্ত প্রায় ৮৫০ জন প্রতিবন্ধী শিশু ও যুবককে এ প্রকল্পের আওতায় রেখে অন্তর্ভুক্তিমূলক সমাজের সাথে অধিকার, মর্যাদাও সুযোগের পরিবেশ নিশ্চিত করার প্রচেষ্টা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন জেএসইএস নির্বাহী পরিচালক।