শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের লক্ষ্যে ঢাকায় শিক্ষক–কর্মচারীদের লাগাতার অবস্থান কর্মসূচিতে শিক্ষক নেতার উপর হামলা ও মিথ্যা মামলায় গ্রেপ্তারসহ শিক্ষকদের আন্দোলনকে নস্যাৎের প্রতিবাদে পটিয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতি পালন করেছেন শিক্ষক–কর্মচারীরা।
বৃহস্পতিবার (২২ মে) বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ শিক্ষক সমিতির (বিটিএ) সভাপতি শেখ কাওছার আহমেদের উপর হামলার প্রতিবাদে এ কর্মবিরতি পালন করা হয়।
কর্মবিরতি শেষে শিক্ষক নেতৃবৃন্দ বলেন, শেখ কাউসার আহাম্মদের উপর হামলা ও মামলা দেশ ও জাতির জন্য লজ্জাজনক। অনতিবিলম্বে কাউসার আহাম্মদকে মুক্তি না দিলে সারাদেশে বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করবেন বলে ঘোষণা দেন এবং যারা এই হামলায় জড়িত তাদেরকে সনাক্ত করে আইনের আওতায় আনার জন্য সরকারের প্রতি জোর দাবি জানানো হয়।
বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) পটিয়া উপজেলার সভাপতি মোহাম্মদ ইউসুফ ও সাধারণ সম্পাদক শ্যামল কান্তি দে বলেন, সারাদেশের বেসরকারি শিক্ষক সমাজ সকল শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতি পালন করেছেন। কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে পটিয়া উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান সমূহেও কর্মবিরতি পালন করা হয়। কর্মসূচি সফল হওয়ায় সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সকল শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তারা।