হাটহাজারীতে ১১৬ পিচ ইয়াবাসহ কারবারি আটক

হাটহাজারী প্রতিনিধি | শুক্রবার , ২৩ মে, ২০২৫ at ৭:০৭ পূর্বাহ্ণ

হাটহাজারীতে মাদকসহ মো.সালাউদ্দীন (৪৫) নামের ১ কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিস। গতকাল বৃহস্পতিবার আটকের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন হাটহাজারী মাদক নিয়ন্ত্রন অধিদপ্তর। গত বুধবার দিবাগত রাত প্রায় সাড়ে আটটার টার দিকে পৌরসভার ৬নং ওয়ার্ডস্থ বাচন আলী চৌধুরী বাড়ির নিজ ঘর থেকে তাকে আটক করা হয়।

আটককৃত মাদক ব্যবসায়ী সালাউদ্দিন ওই বাড়ির কামাল উদ্দিনের পুত্র। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের (হাটহাজারী) সদস্যরা উল্লেখিত এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করে। এসময় তার হেফাজতে থাকা ১১৬ পিচ ইয়াবা উদ্ধার উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে সুকৌশলে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন মাদক সেবনকারীদের নিকট মাদকদ্রব্য বিক্রয় করে আসছিলো।

পূর্ববর্তী নিবন্ধজুম’আর খুতবা
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে কৃষকদের নিয়ে পিএফএস কংগ্রেস অনুষ্ঠান