জীবন যেন এক দীর্ঘ পথএ কখনো আলোয় ভরা, কখনো অন্ধকারে আচ্ছন্ন। ছোটবেলায় সবকিছুই সহজ মনে হতো, কিন্তু বড় হতে হতে বুঝলাম সব পথ মসৃণ নয়। সফলতার গল্প যতই শুনি না কেন, ব্যর্থতার ক্াটা গায়ে বিঁধেই। একসময় যাকে ভেবেছিলাম পাশে থাকবে, সেও হারিয়ে গেছে সময়ের অন্ধকারে। তবু সকাল আসে, এক নতুন আশার আলো নিয়ে।
আলো মানেই শুধু সুখ নয়, মাঝে মাঝে সে চোখ ধাঁধিয়ে দেয়। আর অন্ধকার মানেই দুঃখ নয়, কখনো কখনো সে–ই প্রশান্তির আশ্রয়। যখন হেরে যাই, তখন বুঝি এই হারা না থাকলে জয়ের স্বাদ এত মিষ্টি হতো না। মানুষ আসে, মানুষ যায়; থেকে যায় কিছু স্মৃতি আলো আর অন্ধকার মিশ্রিত। একাকীত্ব যখন গলা চেপে ধরে, তখন হৃদয়ের গভীরেই খুঁজে পাই সাহসের আলো। বিশ্বাস ভাঙে, স্বপ্ন ভাঙে, কিন্তু তবু নতুন করে গড়ার ইচ্ছেটা মরে না। যারা আলোয় হাঁটে, তারা হয়তো অন্ধকারের ভয় বোঝে না। আর যারা অন্ধকারে হারিয়ে যায়, তারা জানে আলো কতটা প্রয়োজন। এই পথটা কখনো ক্লান্তিকর, কখনো রোমাঞ্চকর, তবুও থেমে থাকা চলে না। আলো–অন্ধকারের এই দোলাচলই তো জীবনের প্রকৃত সৌন্দর্য।