লোহাগাড়ায় অস্ত্রের মুখে জিম্মি করে দুই বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতরা তাদের কাছ থেকে নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। ডাকাতের ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন দুই সহোদর। বুধবার দিনগত রাত ২টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের উত্তর পদুয়া সাদেক সিকদার পাড়ায় (হুলাটিয়ার বাড়ি) এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্তরা হলেন, ওই এলাকার মৃত মদন মিয়ার পুত্র মেহেদী হাসান ও মৃত কালা মিয়ার পুত্র প্রবাসী আবুল কাসেম। ডাকাতের ধারালো অস্ত্রের আঘাতে আহতরা হলেন, মেহেদী হাসানের পুত্র মোহাম্মদ রায়হান (২৭) ও মোকার রবি রিফাত (২৫)। ক্ষতিগ্রস্ত মেহেদী হাসান জানান, তার বসতঘরের গলির গ্রিল খোলা ছিল। ডাকাতরা দরজা ভেঙে প্রথমে তার ছেলে রায়হানের রুমে ঢুকে। এ সময় তাকে মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। অপর ছেলে রিফাত অন্য রুম থেকে বের হলে তাকেও মাথায় আঘাত করা হয়। পরে পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ৩ লাখ টাকা, ৪ ভরি ওজনের স্বর্ণালংকার ও ৪টি মোবাইল ফোন নিয়ে যায়। বেশি চেচামেচি করলে গুলি করে প্রাণনাশের হুমকিও দেয় তারা। ডাকাতরা চলে যাবার পর স্থানীয়রা দুই সহোদরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে নিয়ে যান।
অপর ক্ষতিগ্রস্ত প্রবাসী আবুল কাসেম জানান, তার পাকা বসতঘরের দরজা ভেঙে ডাকাতরা পরিবারের সবাইকে অস্ত্রেরমুখে জিম্মি করে। ঘরে থাকা নগদ ৬০ হাজার টাকা, ২ ভরি ওজনের স্বর্ণালংকার ও ৪টি মোবাইল নিয়ে গেছে।
এদিকে, খবর পেয়ে বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো. সিরাজুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় সাথে ছিলেন লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান। তিনি জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ডাকাতির ঘটনায় জড়িত ও লুণ্ঠিত মালামাল উদ্ধারের প্রচেষ্টা চলছে।