রেডিসনে ঈদ শপিং ফেস্ট উদ্বোধন

| শুক্রবার , ২৩ মে, ২০২৫ at ৬:৩৩ পূর্বাহ্ণ

চট্টগ্রামের পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লু বে ভিউতে গতকাল বৃহস্পতিবার শুরু হয়েছে ঈদ শপিং ফেস্ট। আধুনিক মানুষ মানে ফ্যাশন সচেতন। তাই নিত্যনতুন ফ্যাশনকে রাঙিয়ে দিতে এবং আধুনিক লাইফস্টাইল সর্বজনীনভাবে চট্টগ্রামবাসীর মধ্যে ছড়িয়ে দিতে এ আয়োজন। পোশাক, জুয়েলারি, জুতা থেকে শুরু করে নানা আয়োজন রয়েছে এই এক্সিবিশনে। এই এক্সিবিশনে অংশ নিয়েছেন ঢাকা, চট্টগ্রাম ও আন্তর্জাতিক পর্যায়ের স্বনামধন্য ৬০ জনেরও বেশি উদ্যোক্তা, ফ্যাশন ডিজাইনার, স্বনামধন্য ব্র্যান্ড প্রতিষ্ঠান ও জুয়েলারি এক্সপার্ট।

মানুষের ব্যস্ত জীবনযাপন, প্রচণ্ড গরম ও জনবহুল বাজারের ভিড়ের কারণে ঈদের কেনাকাটা অনেকের জন্য কঠিন হয়ে দাঁড়ায়। এই সমস্যার সমাধান হিসেবে, এক ছাদের নিচে সব ধরনের পণ্য ও সেবা নিয়ে এই গ্র্যান্ড ঈদ এক্সিবিশনের আয়োজন করা হয়েছে। এখানে থাকবে নানা রকমের বিশেষ কালেকশন, যা কিনতে আসা ক্রেতাদের সুবিধা ও আনন্দ নিশ্চিত করবে। এছাড়া নারীদের স্বাবলম্বী করে গড়ে তোলার জন্য নানামুখী কার্যক্রম সংঘটিত হচ্ছে। গত ১৭১৮ বছরে ক্ষুদ্র ও মাঝারী উদ্যোক্তাদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নানা ধরনের সাহায্য সহযোগিতা প্রদান করা হচ্ছে। নারীরা এখন অনলাইন প্লাটফর্মে ব্যবসা করে। দেশের অর্থনীতিতে বৃহৎ আকারে ভূমিকা রাখছে। চট্টগ্রামের জনগণ গ্র্যান্ড ঈদ এক্সিবিশনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে। আশা করা যায়, তাঁদের প্রত্যাশা পূরণ হবে।

প্রদর্শনীর পৃষ্ঠপোষকদের মধ্যে অন্যতম বিকাশ, গোল্ড পার্টনার মুন্নু সিরামিক, মিডিয়া পার্টনার দ্যা বিজনেস স্ট্যান্ডার্ড এবং ইভেন্ট পার্টনার সিল্ক রুট। এই প্রদর্শনীর সুবাদে আগামী বছরের গ্রাহক তৈরিতে সাহায্য হবে এই সকল উদ্যোক্তাদের। এই এক্সিবিশন সকাল ১১টা থেকে রাত ১১টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত। চলবে রবিবার পর্যন্ত।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে তেলের ট্যাংকে পড়ে শ্রমিকের মৃত্যু, দগ্ধ ৩ জন
পরবর্তী নিবন্ধসর্বদলীয় বৈঠক ডাকতে প্রধান উপদেষ্টাকে আহ্বান জামায়াতের