বাকলিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো বাইকারের

| শুক্রবার , ২৩ মে, ২০২৫ at ১:৪৬ পূর্বাহ্ণ

চট্টগ্রামের বাকলিয়ার কল্পলোক আবাসিকে এক হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক মোটরসাইকেল চালক।

বৃহস্পতিবার (২২ মে) দুপুরের দিকে এই দুর্ঘটনার পর এলাকাজুড়ে নেমে আসে শোকের ছায়া। ট্রাকের ধাক্কায় ছিটকে পড়েন চালক, ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

তাৎক্ষণিকভাবে নিহতের নাম পরিচয় জানা না গেলেও, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলের নম্বর (জয়পুরহাট-ল ১১-৯১৬৬) দেখে ধারণা করা হচ্ছে নিহত ব্যক্তি উত্তরাঞ্চলের কেউ হতে পারেন।

প্রত্যক্ষদর্শী রফিক জানান, “ট্রাকটা হঠাৎ করেই বাঁক ঘোরে, ঠিক তখনই মোটরসাইকেলটি সামনে পড়ে যায়। কোনো রকম সুযোগ না দিয়েই ধাক্কা মারে ট্রাকটি। সঙ্গে সঙ্গেই লোকটা নিস্তেজ হয়ে পড়ে যায়।”

খবর পেয়ে বাকলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে যায় বলে জানা গেছে।

পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের পাশাপাশি ট্রাকচালকের পরিচয় শনাক্তে তৎপরতা চালাচ্ছে।

স্থানীয় এক দোকানী জানান, কল্পলোক আবাসিক এলাকায় বেপরোয়া যান চলাচল দীর্ঘদিনের সমস্যা। বিশেষ করে বিকেলবেলা এই রুটে ভারী যানবাহনের দাপট বাড়ে।

এ ঘটনায় বাকলিয়া থানার ওসি বলেন, “নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে। ট্রাকটিকে চিহ্নিত করা গেছে, চালককে ধরতে অভিযান চলছে।”

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে তেলের ডিপোতে পড়ে একজনের মৃত্যু, দগ্ধ ৩
পরবর্তী নিবন্ধসাতকানিয়ায় টমটম চালকের লাশ উদ্ধার