আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)-এর উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী বলেছেন, ড. আ জ ম ওবায়েদুল্লাহ ছিলেন আমাদের চিন্তা–চেতনা দৃষ্টিভঙ্গি ও শিক্ষাদর্শের প্রেরণা। তিনি ছিলেন এক বহুমাত্রিক প্রতিভার অধিকারী, একজন শিক্ষানুরাগী, সাহিত্যসেবী ও মানবিক নেতৃত্বের প্রতীক। তিনি কেবল একজন ট্রাস্টি সদস্য বা প্রশাসক নন, ছিলেন এক নিবেদিতপ্রাণ, যাঁর চিন্তা, দৃষ্টিভঙ্গি ও নেতৃত্ব আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামকে সমৃদ্ধ করেছে।
গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল অডিটোরিয়ামে আইআইইউসি’র বোর্ড অব ট্রাস্টিজের সদস্য, সাহিত্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ড. আ জ ম ওবায়েদুল্লাহর স্মরণে আইআইইউসির স্মরণসভা ও দোয়া অনুষ্ঠনে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য এসব কথা বলেন। বিশেষ অতিথি ছিলেন ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান অধ্যাপক আহসান উল্লাহ, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য প্রিন্সিপাল মোহাম্মদ আমীরুজ্জামান, প্রফেসর ড. আবু বকর রফীক আহমদ, ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আকতারুজ্জামান খান, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কর্নেল (অব.) মোহাম্মদ কাশেম এবং মরহুমের বড় ছেলে উমর মুসান্না। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান এ এফ এম নুরুজ্জামান, ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের সহযোগী অধ্যাপক সালমা হক, স্টুডেন্ট অ্যাফেয়ার্স ডিভিশনের অ্যাডিশনাল ডিরেক্টর চৌধুরী গোলাম মাওলা। প্রেস বিজ্ঞপ্তি।