রাঙ্গুনিয়ায় বায়োগ্যাস প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ কোর্সের সমাপনী

রাঙ্গুনিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ২২ মে, ২০২৫ at ৭:৫৯ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ায় ইমপ্যাক্ট (৩য় পর্যায়) প্রকল্পের উদ্যোগে সমন্বিত খামার স্থাপন ও সমপ্রসারণ এবং বায়োগ্যাস প্রযুক্তি বিষয়ক ৫ দিনব্যাপি প্রশিক্ষণ গতকাল বুধবার শেষ হয়েছে। গত ১৭ মে যুব উন্নয়ন অধিদপ্তর রাঙ্গুনিয়ার আয়োজনে এই কোর্সের উদ্বোধন করা হয়।

এই উপলক্ষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ কামরুল হাসান। সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. মহিউদ্দিন। বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া প্রেস ক্লাব সভাপতি মোহাম্মদ ইলিয়াছ তালুকদার, সাধারণ সম্পাদক নুরুল আবছার চৌধুরী, প্রশিক্ষনার্থী মো. রুবেল প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধবহিষ্কারাদেশ উপক্ষো করে ক্লাসে, চবিতে মারধরের শিকার ছাত্রলীগ কর্মী
পরবর্তী নিবন্ধনারী সংস্কার কমিশনে ইসলামিক স্কলার না রাখাসহ ৪ সুপারিশের প্রতিবাদ