কর্ণফুলীতে যুবলীগ নেতা গ্রেপ্তার

পটিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ২২ মে, ২০২৫ at ৭:৫৮ পূর্বাহ্ণ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে কর্ণফুলীতে মো. এনাম হোসেন আকাশ (৩৫) নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার মইজ্যারটেক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আকাশ চরফরিদ গ্রামের আহমদ আলী তালুকদার বাড়ির কামাল উদ্দীনের পুত্র। তিনি ওয়ার্ড যুবলীগের সহসভাপতি বলে জানা গেছে। কর্ণফুলী থানার ওসি মুহাম্মদ শরীফ বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে মো. এনাম হোসেন আকাশ নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করে চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়। সেখানেই তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধসংসদ নির্বাচনে ভোটকেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনা নীতিমালা অনুমোদন
পরবর্তী নিবন্ধবোয়ালখালীতে ইউনিয়ন যুবলীগ নেতা গ্রেপ্তার