আনোয়ারায় রাতের আঁধারে একটি গরু চুরির ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার হাইলধর ইউনিয়নের উত্তর বাবুল মাষ্টারের বাড়ি রাজীব গুপ্তের মালিকানাধীন এক লাখ টাকা মূল্যের একটি গরু চুরির ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত রাজীব গুপ্ত জানায়, গত মঙ্গলবার রাতে একদল দুষ্কৃতকারী আমার গোয়াল ঘর থেকে ১ লাখ টাকা মূল্যের একটি গাভী গরু চুরি করে নিয়ে যায়। আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন জানান, গরু চুরির বিষয়ে থানায় কোন অভিযোগ নেই। তারপরও তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।