চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসিতে গতকাল বুধবার লেনদেন হয়েছে ৭.৮৪ কোটি টাকা। মোট ১,৪২৫টি লেনদেনের মাধ্যমে মোট ১৭.৮০ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ২৯.৫৭ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৩,৪০০.০২ পয়েন্ট। সিএসই–৫০ মূল্যসূচক ২.৯৭ পয়েন্ট কমেছে, যা হলো ১,০৪২.৪১। এছাড়া সিএসই শরিয়াহ ইনডেক্সের মূল্যসূচক ৪.৮৪ পয়েন্ট বেড়েছে, যা হলো ৮৬৪.১৭ পয়েন্ট। সিএসই এসমেক্স ইনডেক্সের মূল্যসূচক গতকাল অপরিবর্তিত ছিল, যা হলো ১,৯৬৬.৮১ পয়েন্ট।
গতকাল দিন শেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৬৭৮,৭৯৮.৫৭ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৬৯,৯১৭.৪৩ কোটি টাকা। সিএসইতে ৬৩৯ স্ক্রিপ্টের মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৯৪টির। এর মধ্যে দাম বেড়েছে ১১৩টির, দাম কমেছে ৫৩টির আর অপরিবর্তিত রয়েছে ২৮টির।