সৈয়দ মসউদ উল্লাহ মাষ্টার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট কাল শুরু

| বৃহস্পতিবার , ২২ মে, ২০২৫ at ৭:৪২ পূর্বাহ্ণ

উত্তর চট্টলার ঐতিহ্যবাহী হাটহাজারী উপজেলার সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষা ও ক্রীড়া প্রতিষ্ঠান “মির্জাপুর খেলোয়াড় কল্যাণ সমিতি” কর্তৃক আয়োজিত সৈয়দ মসউদ উল্লাহ মাস্টার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট শুরু হচ্ছে আগামীকাল শুক্রবার। বিকাল ৩ টায় মির্জাপুর উচ্চ বিদ্যালয় মাঠে উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মুহাম্মদ হেলাল উদ্দিন। উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের প্রেসিডেন্ট সৈয়দ মোর্শেদ হোসেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন এশিয়ান স্পেশালিস্ট হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক লায়ন সালাহউদ্দিন আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংগঠনের প্রধান উপদেষ্টা আলহাজ্ব সৈয়দ ফরিদ উদ্দিন আহমদ, বিশিষ্ট রাজনীতিবিদ ও ক্রীড়ানুরাগী সৈয়দ আব্দুল জব্বার, বিশিষ্ট সমাজ সেবক ও স্থানীয় জনপ্রতিনিধি মুহাম্মদ ইয়াকুব মেম্বার। উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করবে পশ্চিম এনায়েতপুর ফুটবল একাদশ এবং ইয়ং স্টার ক্লাব চারিয়া।এদিকে গত মঙ্গলবার টুর্নামেন্টের ট্রফি উন্মোচন অনুষ্ঠান মির্জাপুর উচ্চ বিদ্যালয় মিলনায়তনে সম্পন্ন হয়েছে। সংগঠনের সভাপতি মুহাম্মদ ইসহাক এর সভাপতিত্বে ট্রফি উম্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা আলহাজ্ব সৈয়দ ফরিদ উদ্দিন আহমদ। টুর্নামেন্টের পৃষ্ঠপোষক সংগঠনের সাবেক সভাপতি ও আলোকিত হাটহাজারী উন্নয়ন ফোরামের চেয়ারম্যান সৈয়দ মোস্তফা আলম মাসুম। সংগঠনের সহসভাপতি মুহাম্মদ ইফতেখার হোসেন জনির পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন টুর্নামেন্টের পরিচালনা কমিটির সদস্য সচিব কাজী রবিউল ইসলাম রবি। অংশগ্রহণকারী ১৬টি দলের টিম ম্যানেজার সহ প্রতিনিধিবৃন্দ। এদিকে আগামীকাল শুক্রবার উদ্বোধনী খেলায় যথাসময়ে ক্রীড়ামোদি দর্শকসহ সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার জন্য টুর্ণামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক আলহাজ্ব মুহাম্মদ ইসহাক ও সদস্য সচিব কাজী রবিউল ইসলাম রবি বিশেষভাবে আহ্বান জানিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধমেয়র অনূর্ধ্ব-১৩ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল আজ
পরবর্তী নিবন্ধবাংলাদেশ-পাকিস্তান সিরিজের সূচি প্রকাশ