চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের ব্যবস্থাপনায় এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের আর্থিক পৃষ্ঠপোষকতায় আয়োজিত আয়োজিত মেয়র অনূর্ধ্ব–১৩ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা আজ। বিকেল সাড়ে তিনটায় চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উক্ত ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে মাদারবাড়ি শোভনীয়া ফুটবল একাডেমি এবং পটিয়া আবদুস সোবহান ফুটবল একাডেমি। ফাইনাল খেলা শেষে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ– পুলিশ কমিশনার এবং চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের লিগ কমিটির চেয়ারম্যান আলমগীর হোসেন। আজকের ফাইনাল খেলায় সবাইকে উপস্থিত থাকতে জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি এস এম শহীদুল ইসলাম অনুরোধ জানিয়েছেন। উল্লেখ্য গত ১৯ এপ্রিল ২৮টি বাংলাদেশ ফুটবল ফেডারেশন নিবন্ধিত ফুটবল একাডেমি নিয়ে এই টুর্নামেন্ট শুরু হয়েছিল। ফাইনালের মধ্য দিয়ে যার পর্দা নামছে আজ।