পাকিস্তান সফরের দল ঘোষণার পরই স্পষ্ট ছিল এই সফরটা হবে ভিন্ন রকমের। কারণ, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) খেলোয়াড় ও কোচিং স্টাফদের ব্যক্তিগত মতামতের ভিত্তিতেই এই সফরের জন্য চূড়ান্ত দল গঠন করেছে। সেই সুযোগেই পাকিস্তান সফর থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছেন বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানা এবং দলের দুই বিদেশি কোচ। নাহিদের সঙ্গে সফরে যাচ্ছেন না স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ নাথান কেলি ও ফিল্ডিং কোচ জেমস প্যামেন্ট। যদিও স্কোয়াডে থাকা সত্ত্বেও শেষ পর্যন্ত সফর না করার সিদ্ধান্ত নেন নাহিদ। সামপ্রতিক পাকিস্তান সফরের অভিজ্ঞতাই হয়তো এই সিদ্ধান্তে প্রভাব ফেলেছে। পিএসএলের গত আসরে পেশোয়ার জালমির হয়ে স্কোয়াডে ছিলেন নাহিদ রানা। তবে ম্যাচ খেলার সুযোগ না পেলেও দলের সঙ্গেই ছিলেন। কিন্তু টুর্নামেন্ট চলাকালীন ভারত–পাকিস্তান সীমান্তে যুদ্ধাবস্থার কারণে অনেক বিদেশি খেলোয়াড়ের মতো তিনিও ফিরে আসেন। সঙ্গে ছিলেন বাংলাদেশের আরেক তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেন। অবশ্য রিশাদ এই সফরে যাচ্ছেন।