হালদার উজানে মানিকছড়িতে অভিযান, জাল জব্দ

হাটহাজারী প্রতিনিধি | বৃহস্পতিবার , ২২ মে, ২০২৫ at ৭:২৭ পূর্বাহ্ণ

প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদীর উজান মানিকছড়ির ঘোরখানা, ছদুরখীল, আছাদতলী ও তুলাবিল এলাকায় গতকাল বুধবার বিশেষ অভিযান পরিচালনা করেছেন উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান।

অভিযানে নদীতে পাতানো ৫টি বিশালাকৃতির চায়না দুয়ার জাল জব্দ করা হয়। পাশাপাশি হালদার জীববৈচিত্র ও মাছের প্রাকৃতিক প্রজনন রক্ষায় নদীতে বাঁধ নির্মাণ না করা, মাছ শিকার বন্ধ রাখা ও ডালপালা দিয়ে ঝাঁক সৃষ্টি না করার জন্য স্থানীয়দের সচেতনতামূলক পরামর্শ দেন মৎস্য কর্মকর্তা। এদিকে গতকাল বুধবার হালদা নদীর মা মাছের প্রজনন পূর্ববর্তী পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন গড়দুয়ারা নয়ারহাট কুম এলাকায় হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার এবিএম মশিউজ্জামান এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এম নিয়াজ মোর্শেদ। এসময় তারা হালদা নদীর সবচেয়ে প্রবীণ ডিম সংগ্রহকারী কামাল উদ্দিন সওদাগরের সাথে মতবিনিময় করেন।

পূর্ববর্তী নিবন্ধগোসাইলডাঙ্গা বহুমুখী উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা
পরবর্তী নিবন্ধপল্টনে পূবালী ব্যাংক পিএলসি’র কর্পোরেট শাখা উদ্বোধন