গোসাইলডাঙ্গা (জিআরকে) বহুমুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষা প্রকৌশল বিভাগ থেকে বরাদ্দকৃত ৬ তলা বিশিষ্ট নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও ফলক উন্মোচন উপলক্ষে এক আলোচনা সভা গতকাল বুধবার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সমাজসেবক আবুল বশর আবু।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মামুন হাছানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন অভিভাবক সদস্য মোহাম্মদ শাহজাহান ও মোহাম্মদ সাহাব উদ্দীন চৌধুরী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আবুল হোসেন, মোহাম্মদ জাহেদ হোসেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সহকারী শিক্ষক তানভীরুল হাসান। মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো. নুরুজ্জামান। প্রেস বিজ্ঞপ্তি।