মার্কিন দূতাবাসের সহযোগিতায় কক্সবাজারে ফায়ার সার্ভিস সদস্যদের প্রশিক্ষণ

কক্সবাজার প্রতিনিধি | বৃহস্পতিবার , ২২ মে, ২০২৫ at ৭:১০ পূর্বাহ্ণ

কক্সবাজার সমুদ্র সৈকতে ফায়ার সার্ভিস কর্মীদের প্রশিক্ষণ দিয়েছে আমেরিকান সেনা ও বিমানবাহিনী। ১৮ মে (রোববার) এই প্রশিক্ষণ শুরু হয়ে শেষ হয় গতকাল বুধবার। এ ব্যাপারে কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. তানহারুল ইসলাম জানান, বন্যা, জলোচ্ছ্বাস ও ঘূর্ণিঝড় কবলিত ভিকটিমদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ৪ দিন ব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন হয়েছে। এই প্রশিক্ষণে অংশ নেয় কক্সবাজারের ১৫ জন কর্মকর্তা ও অগ্নিনির্বাপনকারী কর্মী। গতকাল বুধবার সকালে কক্সবাজার সমুদ্র সৈকতের প্যারাসেলিং পয়েন্টে এই প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন হয়।

তানহারুল ইসলাম বলেন, আমেরিকান দূতাবাসের সহযোগিতায় আমেরিকান সেনাবাহিনী ও বিমান বাহিনী বাংলাদেশ ফায়ার সার্ভিসের কর্মকর্তা কর্মচারীদের এই প্রশিক্ষণ দেয়। সর্বশেষ গতকাল প্রশিক্ষণ প্রাপ্তদের মাঝে সনদ বিতরণ করে প্রশিক্ষকরা। এতে বন্যা ও ঘূর্ণিঝড়ের কবলে আটকে থাকা ব্যক্তিদের উদ্ধার, পানিতে ভেসে যাওয়া থেকে উদ্ধারসহ নানান বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করে ফায়ার সার্ভিসের সদস্যরা। সরকারের উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এই প্রশিক্ষণ দেয়া হয় বলে জানান তানহারুল ইসলাম। প্রশিক্ষণ শেষে আমেরিকান সেনা ও বিমানবাহিনীর সদস্যরা গতকাল নিজ দেশে ফিরে গেছেন।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অতি ঝুঁকিপূর্ণ ৬টি বাঁক চিহ্নিত
পরবর্তী নিবন্ধতৃতীয় বর্ষের ফলাফলে হৃদয় তরুয়ার নাম, মার্কশিটে মিলল শহীদি স্বীকৃতি