টেরিবাজারে দোকানের সাইনবোর্ডে আগুন

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২২ মে, ২০২৫ at ৭:০৪ পূর্বাহ্ণ

নগরীর টেরিবাজারের সানা ফ্যাশন নামে একটি দোকানের সাইনবোর্ডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কেউ হতাহত হয়নি। গতকাল সন্ধ্যায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গেলেও তার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। হতাহত কিংবা ক্ষয়ক্ষতি নেই জানিয়ে ফায়ার সার্ভিসের ওয়ার্লেস কর্মকর্তা মো. ওবায়েদুর দৈনিক আজাদীকে বলেন, সানা ফ্যাশনের সাইনবোর্ডে অগ্নিকাণ্ডের ঘটনা শুনে আমাদের একটি ইউনিট ঘটনাস্থলে যায়। কিন্তু এর আগেই লোকজন আগুন নিয়ন্ত্রণ করে ফেলেন। আগুনে ক্ষয়ক্ষতি কিংবা হতাহত নেই। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে, প্রাথমিকভাবে এমনটা ধারণা করা হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধঘাতক সুজনের সঙ্গে আসামি মা, দুই বোন ও স্ত্রী
পরবর্তী নিবন্ধআমাদের সন্তানরা ধীরে ধীরে মারা যাচ্ছে