পটিয়ায় যৌথ অভিযান চালিয়ে পরিত্যক্ত একটি একনলা বন্দুক উদ্ধার করেছে সেনাবাহিনী ও পুলিশ। গত সোমবার রাত ১১টার দিকে পটিয়া পৌরসভার ৩নং ওয়ার্ড ধোপা পুকুর পাড়ের দক্ষিণপাড় থেকে বন্দুকটি উদ্ধার করা হয়। পটিয়া সেনা ক্যাম্পের মেজর ইকতেদারের নেতৃত্ব সেনাবাহিনী ও পটিয়া থানা পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। তবে অস্ত্র উদ্ধারের ঘটনায় কাউকে আটক করা যায়নি। পটিয়া থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নুর বলেন, অস্ত্রটি উদ্ধার করে বিধি মোতাবেক জব্দ করে থানায় জমা দিয়েছে সেনাবাহিনী।