সোনাপাহাড়ে কাঁঠাল উৎসব আগামী ২৩ মে মীরসরাইয়ের জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড়ে অনুষ্ঠিত হবে। দিনব্যাপী এ আয়োজনে থাকছে গান, কবিতা, বৃক্ষরোপণ, গাছ চেনা এবং হস্তশিল্প প্রদর্শনী ও বিক্রয়। এতে উপস্থিত থাকার জন্য আমজাদ হোসেন ও হোসাইন নাসরাত আলী খান অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।