জাতীয় মহিলা অনূর্ধ্ব–১৮ টি–টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট খুলনায় শুরু হয়েছে। উদ্বোধনী দিনে জয় পেয়েছে খুলনা ও রাজশাহী বিভাগ। মঙ্গলবার খুলনা বিভাগীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত সকালের ম্যাচে স্বাগতিক খুলনা দল ৩ উইকেটে হারায় রংপুরকে। আর বিকেলের ম্যাচে রাজশাহীর কাছে ৫ উইকেটে হারে সিলেট বিভাগ। এদিকে টুর্নামেন্টর দ্বিতীয় দিনে আজ বুধবার বিকেলে নিজেদের প্রথম ম্যাচে বরিশালের মুখোমুখি হবে চট্টগ্রাম বিভাগ। টুর্নামেন্টে অংশ নিতে ইতোমধ্যে খুলনা পৌঁছে টানা দু’দিন অনুশীলন করেছে চট্টগ্রাম দল। দলের মধ্যে আছে ঢাকা প্রিমিয়ার ডিভিশনে খেলা জয়া ও লেকি চাকমাসহ বেশ ক’জন তারকা খেলোয়াড়। টিম ম্যানেজার শাহনেওয়াজ রিটন জানিয়েছেন, বোলিং–ব্যাটিং মিলিয়ে দারুণ এক দল হয়েছে চট্টগ্রাম। প্রস্তুতিও বেশ ভালো। তবে কম্বাইন্ড ম্যাচ খেলা হয়নি। তবু তার আশা সেরা খেলাটাই খেলবে জয়া–জেকিরা।
চট্টগ্রাম বিভাগীয় দল : মেহেরুননেসা জয়া, লেকি চাকমা, ইশা রহমান, চিত্রিতা অধিকারী, শারমিন আকতার, ইসরাত জাহান, পুরবী পাটওয়ারী, নুসরাত তন্নী, মরজিনা আকতার, নুসরাত ইয়াসমিন,রুপা ইসলাম, মিশু খিসা, সুভারতি খিসা