পাকিস্তান সফরে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক | বুধবার , ২১ মে, ২০২৫ at ৮:২৭ পূর্বাহ্ণ

অবশেষে অনিশ্চয়তা কাটিয়ে পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। তবে কমে গেছে সিরিজের পরিধি। পূর্ব নির্ধারিত পাঁচ ম্যাচের টিটোয়েন্টি সিরিজ এখন রূপ নিয়েছে তিন ম্যাচের সিরিজে। কমিয়ে দেওয়া হয়েছে দুটি ম্যাচ। পাকিস্তান ক্রিকেট বোর্ড গতকাল মঙ্গলবার সামাজিক মাধ্যমে জানায়, দুবাইয়ে দুই দেশের বোর্ড কর্তাদের দীর্ঘ বৈঠকের পর তিন ম্যাচের সিরিজ চূড়ান্ত করা হয়। তিনটি ম্যাচই হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। তবে ম্যাচগুলির সূচি এখনও ঘোষণা করা হয়নি। আইসিসির ভবিষ্যৎ সফর সূচি অনুযায়ী এই সফরে তিনটি করে ওয়ানডে ও টিটোয়েন্টি খেলার কথা ছিল বাংলাদেশ দলের। তবে আগামী বছরের টিটোয়েন্টি বিশ্বকাপকে ভাবনায় রেখে পরে দুই দেশের বোর্ডের আলোচনায় ওয়ানডে সিরিজ বাদ দিয়ে পাঁচ ম্যাচের টিটোয়েন্টি সিরিজ চূড়ান্ত করা হয়। সিরিজটি শুরু হওয়ার কথা ছিল আগামী ২৫ মে। কিন্তু ভারতপাকিস্তান যুদ্ধের প্রভাব পড়ে এই সিরিজে। যুদ্ধের কারণে পাকিস্তান সুপার লিগ স্থগিত হয়ে যাওয়ার পর আবার শুরু হলে নতুন সূচিতে ফাইনাল ম্যাচ রাখা হয় ২৫ মে। আর সেদিনই পূর্ব নির্ধারিত সুচি অনুযায়ী বাংলাদেশের বিপক্ষে সিরিজ শুরু হওয়ার কথা ছিল পাকিস্তানের। এই সিরিজটির সূচিতে পরিবর্তন নিশ্চিত হয়ে যায় তখনই। তবে সিরিজ নিয়েই অনিশ্চয়তা শুরু হয় যুদ্ধের আবহে বাংলাদেশ দলের পাকিস্তান সফরে যাওয়া নিয়ে। সফর নিয়ে সিদ্ধান্ত ক্রিকেটারদের ওপরই ছেড়ে দেওয়া হয় বিসিবির পক্ষ থেকে। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজে থাকা ক্রিকেটারদের সঙ্গে আলোচনা করবে বিসিবি সভাপতি ফারুক আহমেদ ও ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন যান দুবাইয়ে। ক্রিকেটারদের পক্ষ থেকে অনুরোধ করা হয় সিরিজ তিন ম্যাচে নামিয়ে আনতে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নাকভির সঙ্গে আলোচনার পর শেষ পর্যন্ত সেটিই চূড়ান্ত হলো। পূর্ব পরিকল্পনা অনুযায়ী, বাংলাদেশ দল ২১ মে দুই ভাগে পাকিস্তান যাওয়ার কথা ছিল এবং ২৫ মে ফয়সালাবাদে শুরু হতো পাঁচ ম্যাচের টিটোয়েন্টি সিরিজ। তবে নিরাপত্তা এবং অন্যান্য দিক বিবেচনায় সিরিজটি লাহোরে সরিয়ে আনা হয় এবং ম্যাচসংখ্যা কমিয়ে তিনটি করা হয়েছে। বাংলাদেশ দল বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টিটোয়েন্টি সিরিজ খেলছে। শুরুতে এই সিরিজ দুই ম্যাচের হওয়ার কথা থাকলেও পরে এক ম্যাচে বেড়ে সিরিজটি তিন ম্যাচের করা হয়। যেখানে এখন পর্যন্ত দুই দল একটি করে ম্যাচ জিতেছে। অর্থাৎ সিরিজে ১১ সমতা বিরাজ করছে। তৃতীয় ম্যাচটি হবে আজ ।

পূর্ববর্তী নিবন্ধজেসিটিএ রেড এবং ইস্পাহানি একাডেমির জয়
পরবর্তী নিবন্ধবরিশালের মুখোমুখি আজ চট্টগ্রাম