ফ্লাইট জটিলতা শেষে নিরাপদে ফিরলো যুবা ফুটবল দল

স্পোর্টস ডেস্ক | বুধবার , ২১ মে, ২০২৫ at ৮:২৪ পূর্বাহ্ণ

বৈরী আবহাওয়ার কারণে বেশ ঝামেলাই পোহাতে হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব১৯ ফুটবল দলকে। গতকাল বাংলাদেশ সময় বিকেল ৫টায় ঢাকায় পৌঁছানোর কথা থাকলেও পরিস্থিতির কারণে যুবা দলকে বহনকারী ইন্ডিগো এয়ারলাইনসের ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে পারেনি। দ্বিতীয় যাত্রায় অবশ্য রাত পৌনে ৮টায় ঢাকায় এসে পৌছায় ফ্লাইটটি। বিমানবন্দরে নেমে সরাসরি দলের যাওয়ার কথা রয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে)। এর আগে প্রথম চেষ্টায় বাংলাদেশকে বহনকারী বিমানটি ঢাকায় নামার অনেকক্ষণ চেষ্টা করে। কিন্তু অবতরণ করতে না পেরে পরে কলকাতায় ফিরে যেতে বাধ্য হয়। সেখানে ঘণ্টাখানেক অবস্থানের পর ফের রওনা করে ফ্লাইটটি। সাফ অনূর্ধ্ব১৯ চ্যাম্পিয়নশিপ খেলতে এর আগে ভারতের অরুণাচলে যায় বাংলাদেশ দল। ফাইনালে স্বাগতিক ভারতের সঙ্গে টাইব্রেকারে হারে বাংলাদেশ।

পূর্ববর্তী নিবন্ধসাউদার্ন ইউনিভার্সিটি ক্যাম্পাসে ড. সলিমুল্লাহ খান
পরবর্তী নিবন্ধভারতের প্রো কাবাডির নিলামে বাংলাদেশের ১০ খেলোয়াড়