সাউদার্ন ইউনিভার্সিটি ক্যাম্পাসে ড. সলিমুল্লাহ খান

| বুধবার , ২১ মে, ২০২৫ at ৮:২২ পূর্বাহ্ণ

সম্প্রতি সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ কর্তৃপক্ষের আমন্ত্রণে অতিথি হয়ে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস আরেফিন নগরে আসেন বিশিষ্ট বুদ্ধিজীবী ও লেখক অধ্যাপক ড. সলিমুল্লাহ খান। এসময় তিনি বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনায় বক্তব্য রাখেন এবং ক্যাম্পাসের সৌন্দর্যে মুগ্ধ হন। আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপাচার্য (ভারপ্রাপ্ত) . শরীফ আশরাফউজ্জামান, উদ্যোক্তা প্রতিষ্ঠাতা অধ্যাপক সরওয়ার জাহান, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. ইসরাত জাহান, কলা, সমাজবিজ্ঞান ও আইন অনুষদের ডিন অধ্যাপক চৌধুরী মোহাম্মদ আলী, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক প্রকৌশলী ড. মোজাম্মেল হক, রেজিস্ট্রার এ এফ এম মোদাচ্ছের আলী, বিভিন্ন বিভাগের অধ্যাপক, বিভাগীয় প্রধানসহ কর্মকতারা।

অধ্যাপক ড. সলিমুল্লাহ খান তাঁর সংক্ষিপ্ত আলোচনায় বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার দুর্বল দিকগুলো তুলে ধরেন। তিনি প্রাথমিক শিক্ষা ব্যবস্থার ভিতকে মজবুত করার পরামর্শ দেন। তিনি বলেন, বাংলাদেশে সরকারিভাবে ৩ লক্ষ প্রাথমিক বিদ্যালয় হওয়া উচিত। দেশের প্রাথমিক শিক্ষার স্তর ষষ্ঠ শ্রেণিতে উন্নীত করা এবং এর মান বৃদ্ধি করলে বিশ্ববিদ্যালয়গুলো উন্নত গ্র্যাজুয়েট বের করতে সক্ষম হবে। শ্রেণি কক্ষে ২০ জনের অধিক শিক্ষার্থী থাকা বাঞ্ছনীয় নয় কারণ একই শ্রেণি কক্ষের অধিক শিক্ষার্থী হলে শিক্ষক পাঠদানে যথাযথভাবে যত্ন নিতে ব্যর্থ হবেন। তিনি বিশ্ববিদ্যালয় পর্যায়ে অনুবাদভিত্তিক গ্রন্থ প্রকাশের উপর গুরুত্বারোপ করেন। সাউদার্ন ইউনিভার্সিটির প্রতিষ্ঠার ২৩ বছরে দুইটি অনুবাদসহ ১১টি গ্রন্থ প্রকাশিত হয়েছে শুনে খুশি হন অধ্যাপক ড. সলিমুল্লাহ খান এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের চেয়ে সাউদার্ন এগিয়ে রয়েছে বলে মন্তব্য করেন। অধ্যাপক ড. সলিমুল্লাহ খান বলেন, অশিক্ষিত থাকা ভালো কুশিক্ষিত হওয়ার চেয়ে। দেশের উচ্চশিক্ষা ব্যবস্থা পুনঃগঠন না হলে, এ ধরনের অশিক্ষা ও কুশিক্ষা প্রভাব বিস্তার করতে থাকবে, যা দেশের শিক্ষাব্যবস্থার জন্য বিপদজ্জনক। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে বৈদ্যুতিক মিস্ত্রির মৃত্যু
পরবর্তী নিবন্ধফ্লাইট জটিলতা শেষে নিরাপদে ফিরলো যুবা ফুটবল দল