রাঙ্গুনিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে বৈদ্যুতিক মিস্ত্রির মৃত্যু

রাঙ্গুনিয়া প্রতিনিধি | বুধবার , ২১ মে, ২০২৫ at ৮:২২ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে নঈম উদ্দিন (২০) নামে এক ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার মরিয়মনগর ইউনিয়নের ১নং ওয়ার্ডের একটি বাড়িতে বৈদ্যুতিক কাজ করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত নঈম একই ইউনিয়নের ৬নং ওয়ার্ড মাইজপাড়া গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে। মরিয়মনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুল হক হিরু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ইলেকট্রিক মিস্ত্রি নঈম উদ্দিন গত চারদিন ধরে তার তিন সহযোগীসহ ওই বাড়িতে বৈদ্যুতিক কাজ করছিলেন। মঙ্গলবার সকালে কাজ করার একপর্যায়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পূর্ববর্তী নিবন্ধত্রিতরঙ্গের ৪০ বছর পূর্তিতে কর্মশালা
পরবর্তী নিবন্ধসাউদার্ন ইউনিভার্সিটি ক্যাম্পাসে ড. সলিমুল্লাহ খান