প্রিমিয়ার ইউনিভার্সিটির নবনিযুক্ত উপাচার্য এস.এম নছরুল কদিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে প্রিমিয়ার ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (পিইউডিএস)। ১৮ মে উপাচার্যের সঙ্গে তারা এই সাক্ষাৎ করেন। তারা উপাচার্যকে প্রিমিয়ার ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। সম্প্রতি প্রিমিয়ার ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন, নওগাঁ ডিবেটিং সোসাইটি প্রতিযোগিতায় রানার আপ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় ফাইনালিস্ট হওয়ার গৌরব অর্জন করায় অর্জিত ট্রফিসমূহ তারা উপাচার্যের হাতে তুলে দেন। উপাচার্য প্রিমিয়ার ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সর্বাঙ্গীণ সফলতা কামনা করেন এবং ভবিষ্যতে আরো দৃঢ়তার সাথে সংগঠন পরিচালনার জন্য দিকনির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির, প্রিমিয়ার ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির চিফ মডারেটর জুলিয়া পারভিন, মডারেটর হিল্লোল সাহা, সঞ্জয় বিশ্বাস, সাইফুদ্দিন মুন্না ও ফারিয়া হোসেন বর্ষা, প্রিমিয়ার ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির বর্তমান কার্যনির্বাহী কমিটির সভাপতি ইসমাইল হোসেন তন্ময়, সাধারণ সম্পাদক রাজেশ ধর ও সকল সদস্য। আরো উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সাবেক সভাপতি ফজলের রাব্বি, সাবেক সাধারণ সম্পাদক মেহেদি রহমান নিকাশ ও যুগ্ম সাধারণ সম্পাদক সাদিয়া ইসলাম লিজা। প্রেস বিজ্ঞপ্তি।