ছয় ব্যবসায়ীকে ৪৪ হাজার টাকা জরিমানা

সড়ক ও ফুটপাতে নির্মাণ সামগ্রী

আজাদী প্রতিবেদন | বুধবার , ২১ মে, ২০২৫ at ৮:১৭ পূর্বাহ্ণ

নগরীর জানে আলম দোভাষ সড়কে (বাকলিয়া এঙেস রোড) নির্মাণ সামগ্রী রাখায় ছয় ব্যবসায়ীকে ৪৪ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা। চসিকের জনসংযোগ কর্মকর্তা আজিজ আহমদ আজাদীকে বলেন, দণ্ডিতরা জানে আলম দোভাষ সড়কের ফুটপাত ও রাস্তায় অবৈধভাবে নির্মাণ সামগ্রী রাখে এবং দোকান নির্মাণ করে জনদুর্ভোগ সৃষ্টি করে। অভিযানে জরিমানার পাশাপাশি রাস্তা ও ফুটপাত থেকে অবৈধ দোকান উচ্ছেদ করা হয় এবং নির্মাণ সামগ্রী তাৎক্ষণিক সরিয়ে নেওয়ার জন্য নির্দেশনা প্রদান করা হয়।

পূর্ববর্তী নিবন্ধইউএসটিসিতে উদ্যোক্তা উন্নয়নে সেমিনার
পরবর্তী নিবন্ধগুলশান সিনেমার মহরত অনুষ্ঠানে লেখক শিল্পীদের মিলনমেলা