গৌরবময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন

নেছার আহমেদ খান | বুধবার , ২১ মে, ২০২৫ at ৮:০৪ পূর্বাহ্ণ

এই পোশাক শুধু গর্ব নয়, দায়িত্বও বহন করে। মনে করিয়ে দেয় এই ডিগ্রি অর্জনের পেছনে রয়েছে অনেক ত্যাগ, অধ্যবসায় এবং এক নতুন সমাজ গড়ার দায়। গত কয়েকদিন ধরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কনভোকেশনের শুধু ছবি আর ছবি অভিনন্দন পোস্ট আর কমেন্ট। সোশ্যাল মিডিয়ায় ফেসবুককে বুকভরা আর শ্রদ্ধার সবাই তার মাবাবা পরিবার আত্মীয় স্বজনকে সম্মানিত করতেছে যেটা কখনো লক্ষ কোটি টাকা দিয়েও পাওয়া যাবে না। যাঁরা পড়াশোনা ছেড়ে দিতে চাচ্ছো বা অমনোযোগী তাঁদের উদ্দেশ্য একটাই কথা বলি তুমি যখন প্রতিষ্ঠিত হবে এই পাবলিক ভার্সিটিতে চান্স পেয়ে মাবাবাকে সম্মানিত করতে পারবে দেখবে নিজের মধ্যে একটা বিশাল সমুদ্রের টেউর মত আনন্দের কান্না আসবে।

তাই পড়াশোনা বিকল্প নাই। টাকা পয়সা না থাকলেও কষ্ট করে হলেও পড়াশোনা করা দরকার। দেখবে একদিন না একদিন কারো অনুপ্রেরণা হবে। পড়াশোনা করতে হয় শুধু মানুষের মত মানুষ হওয়ার জন্য। রাষ্ট্র সমাজ ও বিশেষ করে পরিবারকে সম্মানিত করার জন্য। ফেসবুকে পোস্টে তোমাদের আনন্দের বন্যা দেখে অনেক ভালো লাগতেছে। চবিতে পড়ার সুযোগ সৌভাগ্য আমার হয়নি। আমাদের গৌরব চট্টগ্রামে বিশ্ববিদ্যালয়ের আমি বেশ কয়েকবার গিয়েছি। হে মহান আল্লাহ সকলের আশা পূরণ করুক এবং সবাইকে অনেক ভালো রাখুক।

পূর্ববর্তী নিবন্ধশকুনেরা চিনে মানচিত্র
পরবর্তী নিবন্ধশরতের আনন্দ এবং বেদনায়