আমাদের ইশকুল

আলমগীর কবির | বুধবার , ২১ মে, ২০২৫ at ৮:১১ পূর্বাহ্ণ

ইশকুল তো ফুলের বাগান ফুল ফুটেছে কত,

গোলাপ জবা হাসনাহেনা টগর বেলির মতো।

ইশকুল তো খুশির বাগান কত খুশির কুঁড়ি,

খায় হাওয়ার দোলনাতে দোল মেলে না তার জুড়ি!

একটি কুঁড়ি রঙে সেরা একটি সুবাস মাখা,

ফুল বাগানের কুঁড়িগুলো যত্ন করে রাখা!

একটি কুঁড়ি ফুটলে সকাল রঙিন আলোয় হাসে,

প্রজাপতির দল কত না খবর নিতে আসে।

ফুলকুঁড়িদের হাসি দেখে মন হয়ে যায় ভালো,

ইশকুল তো আলোর বাগান ছড়ায় মনে আলো।

পূর্ববর্তী নিবন্ধঅপরূপ প্রকৃতি
পরবর্তী নিবন্ধসেরা দেশ