সুতরাং অবিলম্বে আমি নি‘মাতসমূহ তাদের জন্য লিপিবদ্ধ করে দেবো, যারা ভয় করে, যাকাত দেয় এবং যারা আমার নিদর্শনসমূহের উপর ঈমান আনে।
– আল–কুরআনের বঙ্গানুবাদ (৭:১৫৬) সূরা আল–আ’রাফ।
যে প্রথম সালাম দেয় আল্লাহর নিকট লোকের ভিতর সেই উত্তম।
– আল–হাদিস (তিরমিজী, আবু দাউদ)।
আনন্দহীন জীবন – জীবন নয়।
– ইমারসন।